
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৪ নং পাইস্কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর অংশগ্রহণে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ অক্টোবর) বিকালে পাইস্কা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়। ধনবাড়ী কলেজের সাবেক জি,এস মামুনুর রশীদ টিয়া ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম এবং পাইস্কা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পিন্টু যৌথভাবে জনসভাটি সঞ্চালনা করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আজিজুর রহমান ও আইন উদ্দীন, যুবদল নেতা জুলফিকার আলী সাজু, এবং মহিলা দলের সাবেক সভানেত্রী পিয়ারা বেগম। এছাড়াও, পাইস্কা ইউনিয়নের ছাত্রদল, যুবদল, শ্রমিকদল এবং বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।