
ইশতিয়াক আহমেদ সামি (১৪) নামে এক স্কুল ছাত্র গত ২০ সেপ্টেম্বর দুপুর থেকে নিখোঁজ রয়েছে।
সে হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের গার্নিং পার্ক এলাকার বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সামির পরিবার তার সন্ধানের জন্য সকলের কাছে আকুল আবেদন জানিয়েছে।
নিখোঁজ হওয়ার দিন দুপুরে সামি বাসা থেকে বের হয়। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। বাসা থেকে বের হবার সময় তার পরনে ছিল জলপাই রঙের ফুল হাতা শার্ট, কালো টাওজার এবং মাথায় টুপি। সামির পিতার নাম মো: শাহান আহমেদ।
ওইদিনই সামির মা মোছা: মাহমুদা আক্তার পান্না হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইশতিয়াক আহমেদ সামি-এর সন্ধান অথবা কোনো তথ্য পেলে তা দ্রুত হবিগঞ্জ সদর থানা অথবা নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে:
* ০১৭৭১-০৬১২৮৯
* ০১৬৮১-৯৭৫৯২৫