
সারাদেশের ন্যায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭শে সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জৈন্তাপুর উপজেলাকে পর্যটন সম্ভাবনাময় এলাকা হিসেবে চিহ্নিত করে এর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এখানকার বেশ কিছু স্পট ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি পর্যটকদেরও আকর্ষণ করছে। এসব পর্যটন স্পট রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
একইসাথে, পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ উদ্যোক্তা তৈরি করা এবং পর্যটনকেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
জৈন্তাপুর উপজেলার উল্লেখযোগ্য পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে— নীল পানির নদী হিসেবে পরিচিত সারি নদী ও লালাখাল চা বাগান, ডিবির হাওর, লাল শাপলা বিল, শ্রীপুর চা বাগান, রাংপানি, জিরো পয়েন্ট, সাইট্রাস গবেষণা কেন্দ্র, এবং জৈন্তিয়া রাজবাড়ী।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রিন্সিপাল আবু সুফিয়ান বিলাল, লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালিক, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলি সরকার, রনিফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, রমজান রুপজান বাগেরখাল একাডেমির অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন সহ বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।