
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লায় প্রবাসী মোহন মিয়ার বাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার গভীর রাতে, আনুমানিক ২টার দিকে, চোরের দল তার ঘর থেকে নগদ টাকা, তিনটি মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
প্রবাসী মোহন মিয়া জানান, বৃষ্টির আগে তিনি নিজের ফেসবুক আইডি ব্যবহার করছিলেন। হঠাৎ বৃষ্টির মধ্যে তার চোখ লেগে গেলে তিনি ঘুমিয়ে পড়েন।
এই সুযোগে চোরের দল তার ঘরের সামনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। তারা তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (স্যামসাং গ্যালাক্সি, রেডমি, ও অপো) এবং তার মানিব্যাগটি চুরি করে নিয়ে যায়। মানিব্যাগে প্রায় ২৫ হাজার টাকা ছিল। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের মূল্য লক্ষাধিক টাকা বলে তিনি দাবি করেন।
মোহন মিয়ার ঘরের ভেতরে সিসি ক্যামেরা থাকলেও এবং তা তার অপো মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত থাকলেও তিনি চোরদের ফুটেজ প্রকাশ করতে রাজি হননি।
তিনি জানান, তিনি চোরদের চিনতে পেরেছেন, কিন্তু তিনি এই ফুটেজ পুলিশকে দেননি এবং বিষয়টি প্রকাশ করবেন না।
তিনি শুধু তার মোবাইলের সিমকার্ড ও ফেসবুক আইডির জন্য বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার এমন রহস্যময় বক্তব্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।