
টাঙ্গাইলে খেলার সময় নিখোঁজ তিন শিশু, এক শিশুর মৃত দেহ উদ্ধার, একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরেকজনকে উদ্ধারের জন্য এখনো অভিযান চলছে। তবে আজকের মত অভিযান স্থগিত করা হয়েছে, আগামীকাল সকালে আবারও উদ্ধার অভিযানে নামবে ফায়ারসার্ভিস ডুবুরি দল।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় স্টেডিয়াম ব্রিজের কাছে লৌহজং নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মিলে নদীর পাড়ে খেলাধুলা করছিল।
একপর্যায়ে তাদের মধ্যে দুইজন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
আরেকজনকে উদ্ধারের জন্য এখনো অভিযান চলছে। তবে আজকের মত অভিযান আজকের মত স্থগিত করা হয়েছে। আগামীকাল সকাল থেকে উদ্ধার অভিযানে নামবে ফায়ারসার্ভিস ডুবুরি দল।
উদ্ধার তৎপরতায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে সহায়তা করছে।