
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
তার বক্তব্যে তিনি বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিহার্য। পাশাপাশি, মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলা গুরুত্বপূর্ণ অবদান রাখে।” তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত ক্রীড়া সামগ্রী ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।