
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের যুব-সংগঠনের উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাগাহাতা নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
এই আকর্ষণীয় প্রতিযোগিতা দেখতে শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষসহ সব বয়সের হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়। বৃষ্টির মধ্যে ভিজেও দর্শকদের উৎসাহে কোনো কমতি ছিল না। তাদের করতালি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো নদীর দুই পাড়।
বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় মোট ছয়টি নৌকা অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর লামা-পইল গ্রামের নৌকা প্রথম স্থান অধিকার করে একটি গরু পুরস্কার হিসেবে জিতে নেয়। দ্বিতীয় পুরস্কার (একটি ফ্রিজ) অর্জন করে টঙ্গীর-ঘাটের নৌকা এবং তৃতীয় স্থান অধিকারী বাগাহাতা গ্রামের নৌকা পায় একটি এলইডি টিভি।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাইন-উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লুৎফুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ এবং দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার দর্শক এই আয়োজনে অংশ নেন।