
নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের একঝাঁক তরুণের উদ্যোগে গঠিত সামাজিক সংগঠন ‘বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা’ তাদের নতুন টি-শার্টের উন্মোচন করেছে।
”বাড়ালে একহাত, হবে শত হাত” এই স্লোগানকে সামনে রেখে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে এই সংগঠনটি।
গত ১৫ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যায় বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন টি-শার্ট উন্মোচন করা হয়। সংগঠনের ফ্রান্স প্রবাসী সদস্য মুহিম আহমদ-এর সৌজন্যে টি-শার্টগুলো তৈরি করা হয়েছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শায়খুল হোসাইন (অপু) এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আজাদ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী সদস্য মুহিম আহমদ ও কাতার প্রবাসী সদস্য সাইদুল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক নাবিল আহমদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, প্রচার সম্পাদক হুসাম বিন শামস সহ কার্যনির্বাহী ও অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মুহিম আহমদ (ফ্রান্স প্রবাসী) বলেন, “আজকাল যেখানে আমরা যুবসমাজ টিকটক নিয়ে ব্যস্ত থাকার কথা, সেখানে আমরা সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি। এজন্য আমি সংগঠনের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই সামাজিক কার্যক্রম সমাজ, দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।”
সভাপতির বক্তব্যে শায়খুল হোসাইন (অপু) বলেন, “আমাদের এই সংগঠন কোনো ব্যক্তির নয়, এটি একটি গ্রাম চেতনার নাম। আমাদের মূল উদ্দেশ্য বরাবরই ছিল ‘মানবতার পাশে দাঁড়ানো’। গরিব ও দুস্থদের আর্থিক সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, ব্লাড ডোনেশন, রাস্তা-কালভার্ট মেরামত, অসহায়দের ঘর নির্মাণ, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো—এই প্রতিটি কাজের পেছনে আমাদের সদস্যদের শ্রম, সময় ও ভালোবাসা রয়েছে। আমি গর্বিত এমন একটি স্বপ্নের অংশ হতে পেরে।”
এই সংগঠনের কার্যক্রমগুলো তাদের গ্রাম ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা স্থানীয় প্রবাসীদের আর্থিক সহযোগিতায় আরও বেগবান হচ্ছে।