
সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বিশ্ব উশু-কুংফু দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমি, সিলেট এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “Celebrate Taiji Together”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।
এদিনের অনুষ্ঠানে উশু ও কুংফু প্রদর্শন করা হয়, যা দর্শকদের মুগ্ধ করে।
উশু-কুংফু যোদ্ধারা তাদের দক্ষতা ও কৌশল প্রদর্শন করে এই ঐতিহ্যবাহী মার্শাল আর্টের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল তাইজি প্রদর্শন, যেখানে অংশগ্রহণকারীরা তাইজি অনুশীলনের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা ছড়িয়ে দেন। এতে তাইজি’র কৌশল এবং এর সুফল সম্পর্কে দর্শকদের ধারণা দেওয়া হয়।
এই আয়োজনটি সিলেটে উশু ও কুংফুর জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়ক হবে।