
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটের বিভিন্ন সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে বড় গরু-মহিষের চোরাচালান আটক করেছে।
পৃথক এই অভিযানগুলো সফলভাবে পরিচালনা করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ৪৮ বিজিবি-এর একটি বিশেষ টহলদল অভিযান চালায়।
গোয়াইনঘাট উপজেলা, ইটাচোকী: রুস্তমপুর ইউনিয়নের এই এলাকায় অভিযান চালিয়ে ২৩৭টি ভারতীয় অবৈধ গরু জব্দ করা হয়।
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা, দিনেরটুক এই সীমান্তবর্তী এলাকায় লাফার্জ বিওপি-এর টহলদল পৃথক অভিযান পরিচালনা করে মোট ৪২টি ভারতীয় মহিষ আটক করে (৩২টি এবং ১০টির দুটি আলাদা চালান)।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক এই সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, “এটি এখন পর্যন্ত সিলেট সীমান্তে আটক করা গবাদিপশু চোরাচালানের সবচেয়ে বড় চালান। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে।”
চোরাকারবারীরা সীমান্তের দুর্গম পথ ব্যবহার করে বিপুল সংখ্যক গবাদিপশু বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। তবে বিজিবি’র সতর্ক নজরদারি ও দ্রুত পদক্ষেপের ফলে বিশাল এই চালান আটক করা সম্ভব হয়েছে। আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সিলেট সীমান্তে চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযানের মাধ্যমে তাদের নজরদারি জোরদার করেছে।