
ছবি- টাঙ্গাইল নিউজের সৌজন্যে।
টাঙ্গাইলের সখীপুরে স্বর্ণ কেনা ও বেচায় ওজনে কারচুপির দায়ে মুসলিম জুয়েলার্সকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) শামছুন নাহার শীলা আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

অভিযোগে জানাযায় যে, মুসলিম জুয়েলার্সের বিরুদ্ধে অভিযোগ— তারা গ্রাহকদের কাছ থেকে স্বর্ণ কেনার সময় ওজনে কম দিত এবং বিক্রি করার সময় ওজনে বেশি দিত।
স্বর্ণ মাপার স্কেলে এই ধরনের প্রতারণার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা ধার্য করে।
এছাড়াও একই দিনে উপজেলা যাদবপুর ইউনিয়নের নলুয়া বাজারে ‘মেসার্স রনি ইঞ্জিনিয়ারিং’ ওয়ার্কশপকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওয়ার্কশপটিতে ক্যালিব্রেশন সনদবিহীন দুটি ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করায় এর মালিককে এই জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং ওজনে কারচুপি বন্ধ করতে এই অভিযান পরিচালনা করা হয়।