
টাঙ্গাইল সদর উপজেলায় বেবি স্ট্যান্ড টু তোরাপগঞ্জ রোড-এর ওপর অবস্থিত চাড়াবাড়ি এস ডি এস ব্রীজ-এর পশ্চিম অংশ হঠাৎ ভেঙে পড়ায় ওই এলাকায় সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত ৭ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে।
এতে করে এই রুটে চলাচলকারী হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রীজটির পশ্চিম অংশে দুর্বলতা ও ফাটল দেখা গিয়েছিল। গতকাল গভীর রাতে হঠাৎ করেই বিকট শব্দে ব্রীজের পশ্চিম পাড়ের একটি বড় অংশ ধসে পড়ে।
দুর্ঘটনার সময় যান চলাচল কম থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ঘটনার পর পরই গুরুত্বপূর্ণ এই সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
চাড়াবাড়ি এস ডি এস ব্রীজটি এই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক। ব্রীজটি ভেঙে যাওয়ায় বেবি স্ট্যান্ড এবং তোরাপগঞ্জ এলাকার সঙ্গে টাঙ্গাইল সদরের সরাসরি যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং পণ্য পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। জরুরি প্রয়োজনে মানুষকে দীর্ঘ পথ ঘুরে বিকল্প সড়কে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়রা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, ব্রীজটির রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের নজরদারির অভাব ছিল।
ক্ষতিগ্রস্ত ব্রীজটি কবে নাগাদ মেরামত হবে এবং যোগাযোগ স্বাভাবিক হবে, সেদিকেই তাকিয়ে আছে ভোগান্তিতে পড়া এলাকার জনগণ।