
আজ সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেটের মোগলাবাজার স্টেশনে লাইনচ্যুত (derailed) হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, এই দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট এবং সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেনের সময়সূচিতে ব্যাপক বিপর্যয় ঘটেছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনার প্রভাবে এই রুটে চলাচলকারী ট্রেনগুলির সময়সূচিতে সারাদিন বিলম্ভ হবে, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
রেলওয়ের কর্মকর্তারা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম এবং লাইন মেরামতের কাজ শুরু করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব লাইন সচল করার চেষ্টা চলছে। তবে ট্রেনের স্বাভাবিক শিডিউল ফিরিয়ে আনতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
এলাকাবাসী ও যাত্রীরা প্রায়শই এমন দুর্ঘটনার জন্য রেললাইনের দুর্বল অবকাঠামোকে দায়ী করছেন। তাদের অভিযোগ, ঢাকা-সিলেট এবং সিলেট-চট্টগ্রাম রেলপথ দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আরও বাড়বে এবং প্রায় প্রতিদিন একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।