
সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
আটককৃত যুবকরা হল— জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদারা গ্রামের দেলোয়ার হোসেন (৩০) এবং গোয়াইনঘাট উপজেলার টিকর নয়াখেল গ্রামের নাহিদ আহমেদ (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা এলাকায় অভিযান চালায়। এদিন সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গী ফোর্স ফরফরা যাত্রী ছাউনি থেকে ওই দুইজনকে আটক করে।
আটকের পর তাদের দেহ তল্লাশি করে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও নিশ্চিত করেন যে, রবিবার পুলিশ পাহারায় আটক দুই আসামিকে আদালতে প্রেরণ করা হবে।