
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫” শুরু হয়েছে টাঙ্গাইলে। অভিযানের প্রথম দিনেই জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আনুমানিক ১০ লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করার অংশ হিসেবে আজ টাঙ্গাইল জেলার নাগরপুর, কালিহাতি, ভুয়াপুর, গোপালপুর এবং টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণের জন্য এই বিশেষ অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

একই দিনে অবৈধ মৎস্য আহরণ বন্ধ করতে টাঙ্গাইল জেলার মোট ১২টি উপজেলায় মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ৮,২০০ মিটার নিষিদ্ধ চায়নাদুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা। অভিযান সফল করতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা যৌথভাবে কাজ করছেন।