
হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিখোঁজের একদিন পর ইজাজুর রহমান চৌধুরী নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে বছিরা নদীর পাড়ের একটি সেতুর কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজমিরীগঞ্জের বাসিন্দা ও মাদ্রাসা ছাত্র ইজাজুর রহমান চৌধুরী (৮) গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে মাদ্রাসা থেকে খেলতে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এরপর শনিবার সকালে স্থানীয় লোকজন ও স্বজনরা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বছিরা নদীর পাশে শিশুটির খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর পাশে একটি সেতুর কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশু ইজাজুর রহমান চৌধুরী কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের চৌধুরী হাটীর শামীম চৌধুরীর পুত্র। সে স্থানীয় আনন্দপুর মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিলো।
মরদেহ উদ্ধারের বিষয়টি আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। তবে কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।