
উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিজয়া দশমীর দিন ১১৭টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এক বছরের জন্য সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ২রা অক্টোবর (বৃহস্পতিবার) দশমীর শেষ দিনে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়।
বানিয়াচংয়ে এবার সর্বমোট ১১৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং বানিয়াচংয়ের সর্বস্তরের জনগণের সহযোগিতায় সম্পূর্ণ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হয়েছে।
পূজায় সহযোগিতা করা সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়ে পূজা উদযাপন পরিষদ বানিয়াচং উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির সাধারণ সম্পাদক নুপুর কুমার দেব।

উল্লেখযোগ্য যে, প্রতি বছরের মতো এবারও হবিগঞ্জ জেলায় মোট ৬৬১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
তবে, হবিগঞ্জ শহরের চিত্র কিছুটা ভিন্ন ছিল। শহরের প্রতিমা বিসর্জনের র্যালীতে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দু’পক্ষের ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে হতাহতের ঘটনার মধ্যে দিয়ে বিসর্জনের সমাপ্তি ঘটে।