সিলেট ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
News Title :
‎সিলেটের বিভিন্ন সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে বড় গরু-মহিষের চোরাচালান আটক: বিজিবি’র সাফল্য ‎সখীপুরে মুসলিম জুয়েলার্সকে ১ লাখ টাকা জরিমানা ‎ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ও গাজায় গণহত্যা বন্ধের দাবিতে হবিগঞ্জে আইনজীবীদের মানববন্ধন ‎টাঙ্গাইল সদরে চাড়াবাড়ি এস ডি এস ব্রীজের পশ্চিম অংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন মৃতের স্ত্রী হত্যা মামলা দিয়ে সাংবাদিক পরিবারকে হয়রানি, তদন্ত প্রতিবেদনের উপর তিনবার নারাজি ॥ ‎চট্টগ্রামের উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে লাইনচ্যুত: রেলপথে ব্যাপক শিডিউল বিপর্যয়‎ ‎গোয়াইনঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ ‎তামাবিল স্থলবন্দর পরিদর্শন করলেন কাস্টমস কমিশনার‎ ‎সিলেটের জৈন্তাপুরে আসামপাড়া আদর্শ বালু পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন: মানিক আহমেদ সভাপতি, শাহজাহান মিয়া সাধারণ সম্পাদক ‎ক্লাসে টিকটক ভিডিও: নবীগঞ্জে তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাজী মাঈনুদ্দিন সাহেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোঃ ওলিউর রহমান।

কুইজ প্রতিযোগিতার মূল আকর্ষণ

এই প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল রাসূলুল্লাহ (সা.)-এর জীবনীভিত্তিক ৮টি পর্ব। এই পর্বগুলোতে ছিল:

১.  জাহেলিয়াত যুগ ও নবীজীর জন্ম: আরবের প্রেক্ষাপট, বংশ পরিচয়, জন্ম ও শৈশব।

২.  যৌবন ও সততার পরিচয়: হিজরতের পূর্বের জীবন, ব্যবসা, খাদিজা (রাঃ)-এর সঙ্গে বিবাহ।

৩.  ওহি লাভ ও দাওয়াতের সূচনা: প্রথম ওহি, গোপন ও প্রকাশ্য দাওয়াত, কুরাইশদের প্রতিক্রিয়া।

৪.  তায়েফ, ইসরাআ ও মেরাজ: কষ্টের বছর, তায়েফ সফর, মিরাজের ঘটনা।

৫.  মদিনায় হিজরত ও ইসলামী রাষ্ট্র গঠন: আনসার-মুহাজির ভাইচারা, মসজিদে নববী, সংবিধান।

৬.  বদর, উহুদ, খন্দকের যুদ্ধ: প্রধান যুদ্ধসমূহের পটভূমি, ফলাফল ও শিক্ষা।

৭.  হুদায়বিয়ার সন্ধি ও মক্কা বিজয়: ইসলাম বিস্তারের কৌশল, দয়া ও ক্ষমার দৃশ্য।

৮.  বিদায় হজ্জ ও ইন্তেকাল: শেষ ভাষণ, শিক্ষা ও রাসূল (সা.)-এর ইন্তেকালের প্রভাব।

বক্তারা গুরুত্বারোপ করে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর জীবনাদর্শ, সততা, ত্যাগ ও দাওয়াতের শিক্ষা সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞান ও নৈতিকতা ছড়িয়ে দিতে এ ধরনের প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকিমপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি, কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম, দ্যা স্কলার্স জোনের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোঃ অলিউর রহমান (অলি), সুপার (অত্র মাদ্রাসা) মাওলানা শুয়াইবুর রহমান, সহ-সুপার (অত্র মাদ্রাসা) সৈয়দ জাফর (কল্লোল), ইংরেজি শিক্ষক (অত্র মাদ্রাসা) মোঃ রবিউল ইসলাম সোহেল, শেরপুর আবাসিক জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুরুল ইসলাম (আপন), গণমাধ্যমকর্মী মোঃ এহিয়া আহমদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, 

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কুইজ প্রতিযোগিতার সেরা ১৩ জন বিজয়ী হলেন:

| ১ম | মোঃ ঝুমন আহমদ | নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা |

| ২য় | ইয়ামিন আহমেদ চৌধুরী | পিটুয়া দারুসসুন্নাহ আলিম মাদ্রাসা |

| ৩য় | ফারদিন খান সাইফ | লতিফিয়া হিফজুল কুরআন |

| ৪র্থ | আকলিমা সিদ্দিকা শিমু | আল আরাফাহ কেজি এন্ড হাই স্কুল |

| ৫ম | আয়েশা সিদ্দিকা | আল আরাফাহ কেজি এন্ড হাই স্কুল লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসা |

| ৬ষ্ঠ | মোঃ আরিফ হাসান | লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসা |

| ৭ম | তানজিম আহমদ নাইফ | পিটুয়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা |

| ৮ম | মোঃ আরমান আহমদ | বনগাঁও হাফিজিয়া মাদ্রাসা |

| ৯ম | মোঃ দিলোয়ার হুসেন | নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা |

| ১০ম | মোঃ সায়েম আহমদ | লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসা |

| ১১শ | নুসরাত জাহান নাইমা | মুকিমপুর রা: ফাজিল মাদ্রাসা |

| ১২শ | মাহিবুর রহমান লায়েক | শাহ সদর উদ্দিন কুরেশি হাফিযিয়া মাদ্রাসা |

| ১৩শ | তামিম ইকবাল সবুজ | লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসা |

সেরা এই শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও শিক্ষকবৃন্দ। পরিশেষে, মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটের বিভিন্ন সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে বড় গরু-মহিষের চোরাচালান আটক: বিজিবি’র সাফল্য

দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

সময় ০৬:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাজী মাঈনুদ্দিন সাহেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মোঃ ওলিউর রহমান।

কুইজ প্রতিযোগিতার মূল আকর্ষণ

এই প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল রাসূলুল্লাহ (সা.)-এর জীবনীভিত্তিক ৮টি পর্ব। এই পর্বগুলোতে ছিল:

১.  জাহেলিয়াত যুগ ও নবীজীর জন্ম: আরবের প্রেক্ষাপট, বংশ পরিচয়, জন্ম ও শৈশব।

২.  যৌবন ও সততার পরিচয়: হিজরতের পূর্বের জীবন, ব্যবসা, খাদিজা (রাঃ)-এর সঙ্গে বিবাহ।

৩.  ওহি লাভ ও দাওয়াতের সূচনা: প্রথম ওহি, গোপন ও প্রকাশ্য দাওয়াত, কুরাইশদের প্রতিক্রিয়া।

৪.  তায়েফ, ইসরাআ ও মেরাজ: কষ্টের বছর, তায়েফ সফর, মিরাজের ঘটনা।

৫.  মদিনায় হিজরত ও ইসলামী রাষ্ট্র গঠন: আনসার-মুহাজির ভাইচারা, মসজিদে নববী, সংবিধান।

৬.  বদর, উহুদ, খন্দকের যুদ্ধ: প্রধান যুদ্ধসমূহের পটভূমি, ফলাফল ও শিক্ষা।

৭.  হুদায়বিয়ার সন্ধি ও মক্কা বিজয়: ইসলাম বিস্তারের কৌশল, দয়া ও ক্ষমার দৃশ্য।

৮.  বিদায় হজ্জ ও ইন্তেকাল: শেষ ভাষণ, শিক্ষা ও রাসূল (সা.)-এর ইন্তেকালের প্রভাব।

বক্তারা গুরুত্বারোপ করে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর জীবনাদর্শ, সততা, ত্যাগ ও দাওয়াতের শিক্ষা সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞান ও নৈতিকতা ছড়িয়ে দিতে এ ধরনের প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকিমপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি, কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম, দ্যা স্কলার্স জোনের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোঃ অলিউর রহমান (অলি), সুপার (অত্র মাদ্রাসা) মাওলানা শুয়াইবুর রহমান, সহ-সুপার (অত্র মাদ্রাসা) সৈয়দ জাফর (কল্লোল), ইংরেজি শিক্ষক (অত্র মাদ্রাসা) মোঃ রবিউল ইসলাম সোহেল, শেরপুর আবাসিক জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুরুল ইসলাম (আপন), গণমাধ্যমকর্মী মোঃ এহিয়া আহমদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, 

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কুইজ প্রতিযোগিতার সেরা ১৩ জন বিজয়ী হলেন:

| ১ম | মোঃ ঝুমন আহমদ | নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা |

| ২য় | ইয়ামিন আহমেদ চৌধুরী | পিটুয়া দারুসসুন্নাহ আলিম মাদ্রাসা |

| ৩য় | ফারদিন খান সাইফ | লতিফিয়া হিফজুল কুরআন |

| ৪র্থ | আকলিমা সিদ্দিকা শিমু | আল আরাফাহ কেজি এন্ড হাই স্কুল |

| ৫ম | আয়েশা সিদ্দিকা | আল আরাফাহ কেজি এন্ড হাই স্কুল লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসা |

| ৬ষ্ঠ | মোঃ আরিফ হাসান | লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসা |

| ৭ম | তানজিম আহমদ নাইফ | পিটুয়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা |

| ৮ম | মোঃ আরমান আহমদ | বনগাঁও হাফিজিয়া মাদ্রাসা |

| ৯ম | মোঃ দিলোয়ার হুসেন | নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা |

| ১০ম | মোঃ সায়েম আহমদ | লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসা |

| ১১শ | নুসরাত জাহান নাইমা | মুকিমপুর রা: ফাজিল মাদ্রাসা |

| ১২শ | মাহিবুর রহমান লায়েক | শাহ সদর উদ্দিন কুরেশি হাফিযিয়া মাদ্রাসা |

| ১৩শ | তামিম ইকবাল সবুজ | লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসা |

সেরা এই শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও শিক্ষকবৃন্দ। পরিশেষে, মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।