
কুয়েত সিটিতে বাসাবাড়িতে ড্রাইভিংয়ের আড়ালে মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে কুয়েত পুলিশ প্রশাসন এক এশীয় ভারতীয় হাউজ-ড্রাইভারকে গ্রেপ্তার করেছে।
সূত্র মারফত জানা যায়, ওই ব্যক্তি তার কফিলের (নিয়োগকর্তার) অজান্তেই তার ব্যক্তিগত গাড়িটি ব্যবহার করে বিভিন্ন স্থানে মাদক ডেলিভারি করত। দীর্ঘদিন ধরে সে এই অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছিল।
তবে শেষ রক্ষা হয়নি। কুয়েতের অভিজ্ঞ গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ওই হাউজ-ড্রাইভারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কুয়েতে মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে কঠোর আইন প্রচলিত রয়েছে।