
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং একজন মেডিক্যাল শিক্ষার্থী সহ মোট ১৪ জন কৃতি শিক্ষার্থী, ২ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ১ জন মেডিক্যাল শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ও শিক্ষকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭শে সেপ্টেম্বর) জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে ‘ছিকন্দর আলী শিক্ষা ফোরামের’ ব্যবস্থাপনায় এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
তিনি এবং অন্যান্য অতিথিবৃন্দ জৈন্তাপুরের শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মরহুম ছিকন্দর আলীর স্মৃতিচারণ করেন। তারা উল্লেখ করেন যে, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক, শিক্ষকদের এই সংবর্ধনা ও সম্মাননা তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে।
এ সময় তারা ছিকন্দর আলী শিক্ষা ফোরামের পৃষ্ঠপোষকতায় জড়িত সকল প্রবাসীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ফোরামের সভাপতি, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং আমেনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউটের সুপারিন্টেন্ডেন্ট হেলাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১৪ জন শিক্ষার্থী ছাড়াও এই অনুষ্ঠানে সংবর্ধিত হন, মাসুম আহমেদ (বিসিএস প্রশাসন) ডাঃ রেদওয়ান নাসির শাকিল (এমবিবিএস)
মোছাঃ রাবেয়া সুলতানা ডায়না (সাধারণ শিক্ষা)
ডাঃ মালিহা সুলতানা রুপিন, মোস্তফা মোঃ আলাউর রহমান, ডাঃ তানিমা ফেরদৌস।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফোরামের সহ-সভাপতি মাওলানা মুজম্মিল হেলালী, সমাজ সেবক মহিউদ্দিন জাকারিয়া, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালিক, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলি সরকার, রনিফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, রমজান রুপজান বাগেরখাল একাডেমির অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।