
সিলেটের জৈন্তাপুর উপজেলায় এক নৃশংস ঘটনায় ৬০ বছর বয়সী বৃদ্ধ মাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অপরাধে তার ‘কুলাঙ্গার’ ছেলেকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটক হওয়া ওই ব্যক্তির নাম শুক্কুর আলি (৩৫)। সে উপজেলার কমলাবাড়ী মোকামটিলা এলাকার মৃত মোহাম্মদ আলি ওরফে পঁচা মিয়ার পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় সেপ্টেম্বর মাসের ৭ তারিখ। ওই দিন জুলেখা বেগমের বড় ছেলে বিদেশ থেকে পাঠানো ৮০ হাজার টাকা শুক্কুর আলি তার বড় ভাইয়ের ঘর থেকে চুরি করে নেয়।
জুলেখা বেগমের পুত্রবধূ বিষয়টি তার শাশুড়িকে জানালে তিনি শুক্কুর আলির নিকট টাকা ফেরত চান।
টাকা ফেরত দিতে শুক্কুর আলি অস্বীকার করলে মা ও ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শুক্কুর আলি ঘর থেকে দা এনে প্রথমে জুলেখা বেগমের মাথায় আঘাত করে। এরপর সে পরপর আরও দুইবার কোপ দিলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মায়ের বাম হাতে লাগে। গুরুতর আহত অবস্থায় জুলেখা বেগমকে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত জুলেখা বেগম (৬০) দীর্ঘ ২০ দিন চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে শনিবার (২৭শে সেপ্টেম্বর) জৈন্তাপুর মডেল থানায় এসে নিজ ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন যে, শুক্কুর আলি তার নিজের সন্তান হলেও সে খুব খারাপ প্রকৃতির। সে কোনো কাজকর্ম না করে শুধু টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি ও ঝগড়াঝাঁটি করে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার উপ-পরিদর্শক (এসআই) রাজন দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দ্রুত অভিযান চালিয়ে একই দিন বিকেল ৫:৩০ মিনিটে শুক্কুর আলিকে জৈন্তাপুর স্টেশন বাজার এলাকা থেকে গ্রেফতার করে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্তের মায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল রবিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।