
সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কের আসামপাড়া এলাকায় বালু বোঝাই একটি ডিআই পিকআপ ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
নিহত শিশুটিকে তাৎক্ষণিকভাবে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
নিহত শিশুটির নাম সাদিয়া আক্তার (৫)। সে উপজেলার বাওনহাওড় গ্রামের খলিলুর রহমানের কন্যা। দুর্ঘটনায় সাদিয়া আক্তারের ছোট ভাই মাহিন (৩) আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ১০টায় সাদিয়া মৃত্যুবরণ করে।
আহত অপর যাত্রী হলেন ডুলটিরপাড় গ্রামের বিলাল মিয়ার পুত্র সাদ্দাম হোসেন (৩৫)। প্রাথমিকভাবে আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) বিকেল ৫:৩০ ঘটিকার দিকে সাদিয়া, মাহিন ও তাদের অভিভাবকসহ কয়েকজন একটি ইজিবাইকে করে আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকারী ইজিবাইকটি আসামপাড়া ব্রীজ অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালু বোঝাই একটি ডিআই পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তামাবিল হাইওয়ে থানা পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় দ্রুতগামী ঘাতক ডিআই পিকআপটিকে আটক করা সম্ভব হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক গাড়িটি বর্তমানে পুলিশের জিম্মায় আছে।”