
হবিগঞ্জের চুনারুঘাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইলেকট্রিশিয়ান মিজানুল হক মামুন (৪০) নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি দেওরগাছ আমতলি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মামুন দীর্ঘদিন ধরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছিলেন। তার গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার কাপুরিয়া কেউন্দা গ্রামে।
বাবার নাম মেহরাজ মিয়া। তিনি বানিয়াচংয়ে বিয়ে করে সংসার করার কারণে তার ভোটার আইডিতে ওই এলাকার ঠিকানা ব্যবহার করা হয়েছিল।
বর্তমানে মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রাখা হয়েছে।