
বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২০২৬ সালের জন্য দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: আব্দুল হাকিম এবং সাধারণ সম্পাদক আজিজুল রহমান শায়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
১১ সদস্য বিশিষ্ট অনুমোদিত এই কমিটিতে শেখ জোবায়ের জসিম সভাপতি এবং শেখ জুবায়ের আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মুজিবুর রহমান ও এনামুল রশীদ বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, প্রচার সম্পাদক তাপস হোম, কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন চৌধুরী। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন আজমল হোসেন খান, হাবিবুর রহমান মাসুক, আনহার উদ্দীন মুন্না এবং মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া।
নবগঠিত কমিটির সকল সদস্যকে জেলা কমিটি ও অন্যান্য উপজেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।