
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আবারও অনুষ্ঠিত হলো সিলেটের টুকের বাজার এলাকায়। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা গতকাল বিকাল ৪টায় সুরমা নদীতে শুরু হয়। এবারের প্রতিযোগিতায় মোট ৬টি নৌকা দল অংশ নেয়, যার মধ্যে ছিল পংকিরাজ, ভাই ভাই যুব সংঘ, দক্ষিণ কানচইড় জৈন্তাপুর, কাজির পাতন, কাপনা কান্দি চিকনা গুল ও সাতার খাই জৈন্তাপুর।
নৌকা বাইচ উপভোগ করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি শাহ জামাল নুরুল হুদা। এছাড়া বিএনপি এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিথিরা নৌকায় চড়ে এই মনোমুগ্ধকর প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে দক্ষিণ কানচইড় জৈন্তাপুর দল প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অর্জন করে পংকিরাজ এবং তৃতীয় হয় ভাই ভাই যুব সংঘ।
প্রথম স্থান অধিকারী দলকে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জনকারী দল পায় একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান অধিকারী দল পায় একটি ৩২” এলইডি টেলিভিশন। প্রধান অতিথি রেজাউল হাসান কয়েস লোদী এবং অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।