
টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ধনবাড়ি উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধুপুর-ধনবাড়ি আসনের এমপি প্রার্থী এবং ধনবাড়ি উপজেলার অন্যতম রূপকার ফকির মাহবুব আনাম স্বপন।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, ধনবাড়ি পৌর বিএনপির সভাপতিএস এম এ সোবাহান, পৌর বিএনপি সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা বিএনপির ৪৭ বছরের রাজনৈতিক ইতিহাসের ওপর আলোকপাত করেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধনবাড়ি উপজেলার অনুমোদন দেন বলে সভায় আলোচনা করেন।
অতিথিদের বক্তব্যে দলীয় আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে একটি জনসভা স্থলে মিলিত হয়।
ধনবাড়ি উপজেলার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ধ্যার পর থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লা সহ অন্যান্য শিল্পীরার সংগীত পরিবেশন করেন। এতে হাজার হাজার শ্রোতা সংগীতানুষ্ঠান উপভোগ করেন।