
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আজ তার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বাদ্যযন্ত্র ও নানা রঙের সাজে সজ্জিত এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

উল্লেখ্য, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধনবাড়ীকে উপজেলায় উন্নীত করার অনুমোদন দেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী লায়লা-সহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করবেন।