
সিলেটবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও প্রতিবাদের মুখে জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেসটি ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করেছে ভূমি মন্ত্রণালয়। এই ঘোষণায় সিলেটজুড়ে এখন স্বস্তি ও আনন্দের ঢেউ।
আজ রবিবার বিকেল ৫টায় নগরীর আল-হামরা শপিং সিটির একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এই খবরটি আনুষ্ঠানিকভাবে জানান সিলেট ভূমি মালিকদের পক্ষে মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্নেল পীর আতাউর রহমান। তিনি এই আন্দোলনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান, যাদের সম্মিলিত প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ বিজয় সম্ভব হয়েছে।
পীর আতাউর রহমান ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সিলেটের রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ সামাজিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই সরকার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এর জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।”
এছাড়াও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সরাসরি টেলিফোনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহা-পরিচালক মোঃ সাইদুর রহমান কে সিলেট সেটেলমেন্ট প্রেস ঢাকায় হস্তান্তর না করতে অনুরোধ জানিয়েছিলেন।
এসময় সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপি সভাপতি আবুল কাসেম, সদর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, ভূমি মালিকদের পক্ষে মোঃ আবদুল হক, কামাল উদ্দিন ভূইয়া ও নাসির আহমদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে পীর আতাউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় সরিয়ে নেওয়ার খবরে সিলেটবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে ভূমি মালিক এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ নানা কর্মসূচি পালন করেন। তাদের প্রধান দাবি ছিল, জনগণের সুবিধার জন্য স্থাপিত এই প্রেসটি সিলেটেই রাখতে হবে।
জনগণের এই আন্দোলনের মুখে ভূমি মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার সিলেটবাসীকে আশ্বস্ত করেন যে, প্রেসটি সিলেটেই থাকবে। তার ঐকান্তিক প্রচেষ্টায় ৩১শে আগস্ট ভূমি মন্ত্রণালয় একটি সরকারি আদেশ জারি করে। সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, সিলেট জোনাল সেটেলমেন্ট প্রেসটি আরও কার্যকর করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটি সরানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, ১৯৮৭-৮৮ সাল থেকে সিলেট জোনে ৩৬ টি উপজেলায় ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়েছিল।
জনগণের কাছে ভূমি সেবা সহজে পৌঁছে দিতে ২০১২ সালে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে এই মিনি প্রেসটি স্থাপন করা হয়। সেই থেকে দ্রুত সিলেটের জরিপ কাজ সমাপ্তির পথে।
জোনাল সেটেলমেন্ট প্রেসের ঢাকায় হস্তান্তর আদেশ বাতিল করায় সিলেটবাসী ভূমি মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই বিজয় জনগণের ঐক্য ও আন্দোলনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।