
সিলেটবাসীর দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করেছে ভূমি মন্ত্রণালয়। এই আদেশের ফলে সিলেটজুড়ে স্বস্তি ও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
দীর্ঘদিন ধরে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় সরিয়ে নেওয়ার খবর নিয়ে সিলেটবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটের ভূমি মালিক এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ নানা কর্মসূচি পালন করেন। তাদের একটাই দাবি ছিল, জনগণের সুবিধার জন্য স্থাপিত এই প্রেস সিলেটেই রাখতে হবে।
জনগণের এই আন্দোলনের মুখে ভূমি মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার সিলেটবাসীকে আশ্বস্ত করেন যে, এই প্রেস সিলেটেই থাকবে। তার ঐকান্তিক প্রচেষ্টায় ৩১শে আগস্ট ভূমি মন্ত্রণালয় এক সরকারি আদেশ জারি করে। সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, সিলেট জোনাল সেটেলমেন্ট প্রেসটি আরও কার্যকর করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটি সরানোর কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ সরকারের নেই।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে, ১৯৮৭-৮৮ সাল থেকে সিলেট জোনে ভূমি জরিপ কার্যক্রম চলমান আছে। জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ২০১২ সালে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে এই মিনি প্রেসটি স্থাপন করা হয়।
এই আদেশ জারির পর সিলেট প্রেস সিলেটেই রাখার আন্দোলনের নেতা পীর আতাউর রহমান একটি সংবাদ সম্মেলন ডেকেছেন। তিনি আনুষ্ঠানিকভাবে এই আদেশের কথা সিলেটবাসীকে জানাবেন বলে জানা গেছে। এই বিজয়ে সিলেটবাসী ভূমি মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।