
আজ শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় এসএমপি সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, জুলাই/২০২৫ মাসের অপরাধ পরিসংখ্যান তুলে ধরেন।
এসময় পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বক্তব্য প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ তারেক আহমেদ (উপ-পুলিশ কমিশনার, সিটিএসবি), শেখ শরীফুল ইসলাম (উপ-পুলিশ কমিশনার, সদর ও প্রশাসন) পুলিশ সুপার সিআইডি (সিলেট জেলা ও মেট্রো) জনাব সুজ্ঞান চাকমা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান (ট্রাফিক), মোঃ রিয়াজুল কবির, পিএসসি (ইএন্ডডি), মোঃ সজীব খান (উত্তর), সুদীপ্ত রায় (পিওএম), এবং পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম, আহমাদ মাঈনুল হাসান, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোঃ আফজাল হোসেন।
এছাড়াও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, এবং সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।