
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ প্যারালাক্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে গতকাল ২৭ আগস্ট রাত ১০টায় রোটারি ক্লাবের ROTARY J0INT CLUB MEETING MEMBERSHIP SEMINAR অনুষ্ঠিত হয়েছে।
রোটরিয়ান অধ্যক্ষ কর্নেল পীর আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা।
অনুষ্ঠানে রোটারি ক্লাবের বিভিন্ন সদস্য, নতুন সদস্যপদ প্রত্যাশী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে রোটারি ক্লাবের সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের উন্নয়নে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, রোটারি ক্লাবের মতো সেবামূলক প্রতিষ্ঠানগুলো পুলিশকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে সহায়তা করতে পারে।
অনুষ্ঠান শেষে ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।