
সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) পদোন্নতি পেলেন পুলিশ সদস্য মো. মোতাহার হোসাইন। সম্প্রতি তিনি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) থেকে উপ-পরিদর্শক (এসআই) পদে উন্নীত হয়েছেন।
আজ ১৭ আগস্ট এসএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম সেবা, তাঁর নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) শেখ মো. শরীফুল ইসলাম এবং এসএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতাহার হোসাইনকে উষ্ণ অভিনন্দন জানান এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।