
বানিয়াচং উপজেলার কুতুবখানী মহল্লার বাসিন্দা এবং ভেটেরিনারি চিকিৎসক আলহাজ্ব ডা. হারুনুর রশিদ (গনু) আর নেই।
তিনি আজ (রবিবার) বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৫) বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুম ডা. হারুনুর রশিদ দৈনিক মানবজীবন পত্রিকার সিনিয়র সাংবাদিক ও নগর সম্পাদক লুৎফর রহমানের শ্বশুর।
ডা.হারুনুর রশিদ অত্যন্ত সজ্জন ও জনপ্রিয় এই মানুষটির মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি তাঁর কর্মজীবনের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেট অনলাইন নিউজ পোর্টাল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
মরহুমের জানাজার নামাজ ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।