
ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীদের দুর্ভোগ এখন নিত্যদিনের ঘটনা। ৬ লেনের নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে এই মহাসড়কে তীব্র যানজট লেগেই আছে, যার ফলে ঢাকা থেকে সিলেট পৌঁছাতে প্রায় ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগছে। এতে করে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সায়দাবাদ থেকে ছেড়ে আসা বিলাশ পরিবহনের এক চালক জানান, সকাল ৯টায় যাত্রা শুরু করে সিলেট পৌঁছাতে তার প্রায় ১৪ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। মহাসড়কের ধীরগতির কারণে বাসসহ অন্যান্য যানবাহন কচ্ছপের গতিতে চলছে।
যাত্রাপথে যানজটের শুরু হয় কাঁচপুর সেতু থেকে। এরপর রূপগঞ্জের গাউছিয়া, ভেলানগর, ইটাখোলা, ভৈরব, এবং আশুগঞ্জে যানজট লেগে থাকে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ যানজট দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে, যেখানে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। আজও হোটেল উজান ভাটি থেকে শাহবাজপুর পর্যন্ত তীব্র যানজট লক্ষ্য করা গেছে।
এছাড়াও, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, আউশকান্দি, শেরপুর ও গোয়ালা বাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও প্রতিদিন যানজট লেগে থাকে, যা যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।
যানজটের এই দীর্ঘশ্বাস থেকে কবে মুক্তি মিলবে, সেটাই এখন যাত্রীদের একমাত্র জিজ্ঞাসা।