
সিলেটের গোয়াইনঘাটে জাফলং চা বাগানের সংরক্ষিত এলাকায় ইমাম উদ্দিন (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে জবাই করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের দোয়ারিখেল গ্রামের বাসিন্দা হরমুজ আলীর ছেলে। স্থানীয়দের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।
আজ সকালে জাফলং চা বাগানের স্টাফ রুমের ভেতরে ইমাম উদ্দিনের রক্তাক্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোয়াইনঘাটের পুলিশের সার্কেল অফিসার, ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
এদিকে, এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নিহতের আত্মীয়স্বজন ও গ্রামবাসী ঘটনাস্থল ঘিরে বিক্ষোভ শুরু করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন – আক্কেল প্রধান, কপিল উদ্দিন লিটন ও নিরঞ্জন গোয়ালা।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় লাশটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত থাকে, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।