
সিলেটের গোয়াইনঘাটে আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয়েছে। আলোচনা সভা, র্যালি এবং গাছের চারা বিতরণের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সোমবার বেলা ১২টায় এফআইভিডিবি গোয়াইনঘাট অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসনিক হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী এতে সভাপতিত্ব করেন। এফআইভিডিবি গোয়াইনঘাট অফিসের রবিউল হাসান ও আব্দুর রহিম যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, সাংবাদিক মারজানুল আজহার জুনেদ এবং কৃষক নেতা শামিম আহমেদ।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং একটি র্যালি বের করা হয়।