
কুলাউড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহদি (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাহদি উপজেলার মীরশংকর গ্রামের সামুল আহমদের ছেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরিবার সূত্রে জানা গেছে, শিশু মাহদি বাড়ির লোকজনের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও মাহদিকে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। কয়েক ঘন্টা পর মাহদির নিথর দেহ পুকুরের পানিতে ভেসে ওঠে।
তাৎক্ষণিকভাবে মাহদিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।