
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের শিক্ষা- স্বাস্থ্য-সকল নাগরিক অধিকার এবং ভূমি অধিকার সহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে আজকের এই সম্মেলন। আজকে এই সম্মেলন নতুন দিগন্ত উন্মোচন করে সফলভাবে সম্পন্ন হতে চলেছে।
এই সম্মেলন করে ঘিরে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে সাজ সাজ রব বয়ে চলেছে।
ব্যানার ফেস্টুন দিয়ে সম্মেলনের আশপাশ সাজিয়ে রাখা হয়েছে।
সম্মেলনে সারাদেশ থেকে চা শ্রমিকরা দলদলে অংশ গ্রহণ করছেন।
আজকে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন সম্মেলনে বিভিন্ন শ্রেণির ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এর মাঝে উল্লেখযোগ্য হলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম সহ বাম ঘরনার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা সম্মেলনে বক্তব্য রাখবেন।
আজ বেলা ১০ টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের অধিবেশন শুরু হয়েছে।
সম্মেলনে ১০ দফা আদায়ের লক্ষে নেতারা বক্তব্য রাখবেন। চা শ্রমিকদের মজুরী নিন্মতম ৬০০ টাকা করার দাবী জানানো হয়।