
সিলেট জেলার ওসমানীনগর থানার পশ্চিমগাঁও গ্রামের বাসিন্দা, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্য মনোজ ঘোষ পিপলু এক গুরুতর নিরাপত্তাহীনতার মুখে রয়েছেন। ঘটনার সূত্রপাত ২ মে ২০২০ ইং তারিখে, যখন স্থানীয় উগ্র মৌলবাদী ইসলামী সন্ত্রাসী ইবনে সুলতান আহমদ মনোজ ঘোষের মালিকানাধীন “মেসার্স পিপলু ভেরাইটিজ স্টোর” নামক ভূষিমাল দোকানে এসে চাউল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্য সংগ্রহ করেন।
মনোজ ঘোষ দোকানে উপস্থিত থাকাকালে পণ্যের ভাউচার প্রদান করে ১০,১৫০ টাকা পরিশোধের কথা বলেন। উত্তরে ইবনে সুলতান অকথ্য ভাষায় গালাগালি করে বলেন, “মালাউনের বাচ্চা, টাকা পরে দিবো।” মনোজ ঘোষ টাকা ছাড়া মাল সরবরাহ করতে অস্বীকার করলে ইবনে সুলতান হুমকি দিয়ে বলেন, “তুই বুঝবি এর হিসাব।”
আজ সকাল ইবনে সুলতান তার নিজস্ব বাহিনীসহ মনোজ ঘোষের বাড়ির পার্শ্ববর্তী প্রায় ৬০ শতক কৃষিজমি জোরপূর্বক দখল করে নেয়।
এই ঘটনার ফলে মনোজ ঘোষ ও তার পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে, তার বিরুদ্ধে এ ধরনের সন্ত্রাসী আচরণ এবং জমি দখলের ঘটনা ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের আরও একটি উদাহরণ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।